আন্তর্জাতিক

ইউক্রেনে ‘স্বল্প সময়ের নোটিসে’ হামলা চালাতে প্রস্তুত রাশিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিবেশী ইউক্রেনে ‘স্বল্প সময়ের নোটিসে’ হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ ঘটিয়েছে মস্কো। বুধবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ব্লিঙ্কেন এই সতর্কবার্তা দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশের সীমান্তের মাঝে রাশিয়া প্রায় এক লাখ সেনাকে জড়ো করেছে। এতে নজিরবিহীন হুমকির মুখে পড়েছে ইউক্রেন। তবে রাশিয়া যদি কোনোভাবে যুক্তরাষ্ট্রের মিত্রের ওপর হামলা চালায় তাহলে এর জন্য মস্কোকে কড়া জবাব দেওয়া হবে। যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তিনি জানান, সংকট নিরসনে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। ‘এটাই হচ্ছে সবচেয়ে দায়িত্বশীল জিনিস যা আমাদের সবাই করতে পারে।’

ব্লিঙ্কেন বলেন, ‘আমরা জানি যে, খুব সংক্ষিপ্ত নোটিশে সেই (রাশিয়ান) বাহিনীকে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং এটি প্রেসিডেন্ট পুতিনকে সামর্থ্য জোগাচ্ছে স্বল্প নোটিশেও ইউক্রেনের বিরুদ্ধে আরও আক্রমনাত্মক পদক্ষেপ নেওয়ার।’

তিনি বলেন, ‘আমি অত্যন্ত অত্যন্ত আশাবাদী যে , আমরা কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে এটি (আলোচনা) চালিয়ে যেতে পারব। কিন্তু এটি পুতিনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’