আন্তর্জাতিক

করোনার চিকিৎসায় ফাইজারের পিলের অনুমোদন দিলো ইইউ

করোনার চিকিৎসায় ফাইজারের উন্নয়ন করা মুখ দিয়ে সেবনের ওষুধের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্তদের রোগের তীব্রতা বাড়লে প্যাক্সলোভিড নামের ওষুধটি গ্রহণের পর হাসপাতালে যাওয়ার ও মৃত্যুর ঝুঁকি কমে। ওষুধটি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর।

বিবৃতিতে ইএমএ বলেছে, ‘ইউরোপীয় ইউনিয়নে কোভিড-১৯ এর চিকিৎসায় মুখ দিয়ে সেবনের জন্য প্যাক্সলোভিড হচ্ছে প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।’

এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইসরায়েল প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছিল। এবার ইউরোপে ওষুধটি ব্যবহারের অনুমোদন মিললো।