আন্তর্জাতিক

আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলায় আহত দেড় শতাধিক

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে দেড় শতাধিক ফিলিস্তিনি।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে,শুক্রবার ভোরের আগে ইসরায়েলি পুলিশ জোর করে ভেতরে প্রবেশ করে। ওই সময় হাজার হাজার মুসল্লি ফজরের নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিল। 

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ফিলিস্তিনিরা ঢিল ছুড়তে এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়ছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, তারা অধিকাংশ আহতকে হাসপাতালে নিয়ে গেছে। ইসরায়েলি বাহিনী মসজিদে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের প্রবেশে বাধা দিয়েছে। অথচ মসজিদ আঙ্গিনায় কয়েক ডজন আহত আটকা পড়েছিলেন।

ইসরায়েলি পুলিশ বাহিনী জানিয়েছে, তারা কমপক্ষে ৩০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। তারা ‘হিংসাত্মক’ জনসমাগম ভাঙতে মসজিদে প্রবেশ করেছিল।