আন্তর্জাতিক

আল-আকসায় আবারও ইসরায়েলি পুলিশের হামলা

অবরুদ্ধ জেরুজালেমের আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবারের এই হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আল-আকসায় হামলা চালাচ্ছে ইসরায়েলি পুলিশ। গত শুক্রবারের হামলায় আহত হয়েছিল শতাধিক পুলিশ। এর দুদিনের মাথায় রোববার পুনরায় হামলা চালানো হয়।

শুক্রবার ছিল পবিত্র রমজানের মাসের শেষ জুমা। এদিন জুমার নামাজের জন্য বিপুল সংখ্যক ফিলিস্তিনি আল-আকসায় গিয়েছিলেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আল-আকসার নিচে ইহুদিদের পবিত্র স্থান ওয়েস্টার্ন ওয়ালসহ আশেপাশের এলাকায় পাথর ও আতশবাজি ছুঁড়ে মারছিল ফিলিস্তিনিরা। এরপরই পুলিশ সেখানে প্রবেশ করে। 

পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দু'জনকে পাথর নিক্ষেপের জন্য এবং একজনকে ‘জনতাকে উস্কে দেওয়ার জন্য’ গ্রেপ্তার করা হয়েছে।