আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সৌদি আরবের মসজিদে নববিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পাকিস্তানের হাজিরা চোর আখ্যা দেওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা করা হয়েছে বলে রোববার জানিয়েছে ডন অনলাইন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফয়সালাবাদে মুহাম্মদ নাইম নামের এক ব্যক্তি ইমরানসহ তার দলের কয়েক জন শীর্ষ নেতাকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। পাকিস্তানের দণ্ডবিধির ২৯৫ ধারা (ধর্ম অবমাননার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি বা অপবিত্র করা) এবং ২৯৫ (ক) ধারায় (ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত) মামলাটি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, মসজিদে নববির ঘটনাটি ‘পরিকল্পিত এবং সুচিন্তিত পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলক’ এর অধীনে করা হয়েছিল। তার দাবিগুলো ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওগুলির পাশাপাশি কয়েক জন পিটিআই নেতাদের বক্তৃতার মাধ্যমে সমর্থন করে। ইমরান খান, শেখ রশিদ, শাহবাজ গিল ও কাসিম সুরি এই ষড়যন্ত্রে অংশ নিয়েছেন।