আন্তর্জাতিক

‘কেবল কূটনীতির মাধ্যমে শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ’

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ শুধুমাত্র কূটনীতির মাধ্যমে সমাধান করা যেতে পারে। শনিবার ইউক্রেনীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ অবসানে দুই পক্ষে বেশ কয়েকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।

জেলেনস্কি তার ভাষণে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বিজয়ী হতে পারে। তবে উপসংহার শুধু ‘আলোচনার টেবিলে’ টানা যেতে পারে।

জেলেনস্কি বলেন,‘সংঘর্ষ রক্তাক্ত হবে, যুদ্ধ হবে, তবে এটি শুধুমাত্র কূটনীতির মাধ্যমে নিশ্চিতভাবে শেষ হবে।’ তবে উভয় পক্ষই কোনো ছাড় দিতে না চাওয়ায় এটি যে সহজ হবে না সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

মঙ্গলবার কিয়েভের প্রধান আলোচক মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, মস্কোর সঙ্গে আলোচনা স্থগিত রয়েছে। পরের দিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেছেন, শত্রুতার অবসান ঘটাতে  কিয়েভ কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় না।