আন্তর্জাতিক

ইউক্রেন শান্তি চুক্তি: রাশিয়াকে জমি ছেড়ে দিতে অস্বীকার কিয়েভের

ইউক্রেন সরকার জানিয়েছে যে তারা রাশিয়ার সাথে এমন কোনো যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে না যাতে ভূখণ্ড ছেড়ে দিতে হয়।

‘যুদ্ধ কেবল কূটনীতির মাধ্যমে সমাধান করা যেতে পারে’ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন মন্তব্যের একদিন পর এ শক্ত অবস্থান প্রকাশ করলো দেশটি।

ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল এডভাইসর মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, ছাড় দিলে রাশিয়ার আক্রমণ আরও বাড়তে পারে।

রুশ বাহিনী যখন পূর্বে সেভেরোডোনেটস্ককে রক্ষাকারী ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঠিক তখনই এ মন্তব্য করলেন তিনি।

এদিকে, ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়োগ করা প্রতিনিধি জর্জি মুরাদভ বলেছেন, ইউক্রেন এর বর্তমান আকার বিদ্যমান থাকার সম্ভাবনা নেই। হয়তোবা এ দেশটি একটি ফেডারেশনে পরিণত হতে পারে।