আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পদত্যাগ করলেন রুশ কূটনীতিক

পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনীতিক বরিস বোনদারেভ। তিনি জানান, নিজের দেশকে নিয়ে আগে কখনও এতটা লজ্জায় পড়েননি তিনি। এছাড়া ইউক্রেনে রাশিয়ার হামলাকে অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।

বোনদারেভ জেনেভায় রুশ মিশনে একজন কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিবিসি জানায়, জেনেভা কার্যালয়ে অন্য দেশগুলোর মিশনে চিঠি পাঠিয়েছেন বোনদারেভ। সেই চিঠিতে তিনি ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ২০ বছর কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগের বিষয়টি জানান।

চিঠিতে তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই শুধু ইউক্রেনের জনগণের সঙ্গেই অপরাধ করা হচ্ছে না, রাশিয়ার মানুষের সঙ্গেও অপরাধ হচ্ছে।

বরিস বোনদারেভ বলেন, আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতি বলতে কিছু হয় না। যা হয়, তা হল আগ্রাসন শুরু করতে উসকানি দেওয়া, মিথ্যা বলা ও ঘৃণা ছড়ানো।

সূত্র: বিবিসি