আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন ভারতীয় কর্মকর্তারা। বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে।

তালেবান সরকারের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে তালেবানকে এখনও স্বীকৃতি দেয়নি নয়া দিল্লি।

ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার কাবুলে তালেবান কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের সাক্ষাতের প্রধান উদ্দেশ্য ছিল আফগানিস্তানে পাঠানো ত্রাণ সামগ্রী পরিদর্শন করা।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে ভারতের প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন। নয়া দিল্লি প্রতিনিধিদের এই সফরকে ‘দুই দেশের সম্পর্কের জন্য শুভ সূচনা’ বলে মন্তব্য করেছেন তিনি।

আফগান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আব্দুল কাহার বলখি এক টুইটে জানিছেন, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।