আন্তর্জাতিক

ইউক্রেন থেকে গম পাঠাচ্ছে রাশিয়া

ইউক্রেনে অধিকৃত এলাকা থেকে ক্রিমিয়া হয়ে মধ্যপ্রাচ্যে গম পাঠাচ্ছে রাশিয়া। বুধবার এক রুশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চলগুলোতে মস্কোর বেসামরিক প্রশাসনের প্রধান ইয়েভজেনি বালিটস্কি জানিয়েছেন, শস্য বহনকারী ট্রেনগুলো জাপোরিঝিয়া অঞ্চল ছেড়ে গেছে। গম রপ্তানির জন্য তুরস্কের সঙ্গে মূল চুক্তি শেষ হচ্ছে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে দখল করে। সেখান থেকেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শস্য পাঠানো হবে বলে জানিয়েছেন বালিটস্কি।

তিনি বলেছেন, ‘প্রথম ট্রেনগুলো ইতোমধ্যে ক্রিমিয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে গেছে।’

ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া প্রায় ছয় লাখ টন শস্য তাদের অঞ্চল থেকে চুরি করেছে এবং এর কিছু সিরিয়াসহ কয়েকটি দেশে রপ্তানি করেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউক্রেন ও রাশিয়ার গম আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।