আন্তর্জাতিক

দখলীকৃত ইউক্রেনের শহরগুলোতে পাসপোর্ট দিচ্ছে রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও মেলিটোপোল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রুশ সরকার। শনিবার (১১ জুন) রাশিয়ার বার্তাসংস্থা টাস এর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিজ ভূখণ্ডে রাশিয়ান নাগরিক বানানোর এ প্রক্রিয়ার নিন্দা জানিয়েছে ইউক্রেন। এদিকে, রুশ প্রেসিডেন্ট এ প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিচ্ছেন।

স্থানীয় সময় শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো খেরসনের ২৩ বাসিন্দার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয় বলে জানিয়েছে রাশিয়ার ওই বার্তাসংস্থা।

টাসের ওই প্রতিবেদনে আরো বলা হয়, খেরসনের হাজারো বাসিন্দা রাশিয়ার পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন।

খেরসনে রাশিয়ার নিযুক্ত সামরিক গভর্নর ভলোদিমির সালদো বলেন, খেরসনের সবাই যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্ট এবং (রাশিয়ান) নাগরিকত্ব পেতে চান।