আন্তর্জাতিক

রাহুলকে ১০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ, আজ আবার তলব

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার (১৩ জুন) রাহুল গান্ধীকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। দুই দফায় তাকে এত সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ মঙ্গলবার (১৪ জুন) আবারও রাহুল গান্ধীকে তলব করা হয়েছে।

জানা গেছে, প্রথম দফায় ৩ ঘণ্টা, দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাহুল গান্ধীকে। সোমবার রাহুল গান্ধীর ইডি দপ্তরে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে রাজপথে নামে কংগ্রেস। নরেন্দ্র মোদি প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে চলেছে অবস্থান-বিক্ষোভ।

রাহুলকে ১০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে মুম্বাইতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

পুলিশি ধরপাকড় ঘিরে দিল্লির রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। সকাল থেকেই রাহুল গান্ধীর বাসভবন, কংগ্রেস দপ্তর এবং ইডি দপ্তরের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা বলেন, চিদম্বরমের হাড় ভেঙে গেছে। ২০১৫ সালে ইডি এই মামলা বন্ধ করেছিল। এখন বিজেপির কাছে কিছু না থাকায়, মোদি সরকার এ ধরনের অঘোষিত জরুরি অবস্থা জারি করছে।

সূত্র: এনডিটিভি