আন্তর্জাতিক

খাদ্য উৎপাদন বাড়াতে শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি ৩ দিন

জ্বালানি ঘাটতি মোকাবিলা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি তিন দিনের অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা সরকার। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

গত কয়েক মাস ধরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমেছে রেকর্ড পরিমাণ। 

শ্রীলঙ্কায় সরকারি খাতে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ লাখ। দেশটিতে শনি ও রোববার দুদিন সাপ্তাহিক সরকারি ছুটি। সোমবার মন্ত্রিসভায় আগামী তিন মাসের জন্য শুক্রবারও ছুটির অনুমোদনের প্রস্তাব উত্থাপন করা হয়। জ্বালানি সঙ্কটের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সমস্যা লাঘব এবং তাদের কৃষিকাজে উৎসাহিত করতেই আরেকদিন ছুটি বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়।

সরকারী তথ্য অফিস এক বিবৃতিতে বলেছে, ‘প্রত্যাশিত খাদ্য ঘাটতির সমাধান হিসাবে তাদের বাড়ির উঠানে বা অন্য কোথাও কৃষিকাজে নিয়োজিত হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের এক কার্যদিবসের ছুটি দেওয়া উপযুক্ত বলে মনে হচ্ছে।’