আন্তর্জাতিক

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০

ভারতের আসামে বন্যায় ৪ শিশুসহ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আসামে বন্যা পরিস্থিতি ও ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে।

বৃহস্পতিবার (২৩ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় হোজাই জেলায় চার জনের মৃত্যু হয়েছে। কামরূপে মৃত্যু হয়েছে দুজনের। বরপেটা, নলবাড়িতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫৪ লাখেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন।  ৩২টি জেলার চার হাজার ৯৪১টি গ্রাম বিধ্বস্ত। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৮৪৫টি ত্রাণশিবির খোলা হয়েছে। ১০২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্রেরও ব্যবস্থা করা হয়েছে। প্রায় তিন লাখ মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা পরিস্থিতিতে ৯৯ হাজার ২৬ হেক্টরেরও বেশি ফসলের ক্ষতি হয়েছে।