আন্তর্জাতিক

ইইউর সদস্য প্রার্থীর মর্যাদা পেলো ইউক্রেন

ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য প্রার্থীর মর্যাদা দিয়েছেন ইউরোপীয় নেতারা। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রস্তাব ইউরোপীয় পার্লামেন্টে পাস হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ৫২৯টি এবং বিপক্ষে ১৪টি।

রাশিয়া ইউক্রেনে হামলার প্রায় চার মাস পর এই উদ্যোগ নিলো ইউরোপীয় ইউনিয়ন। ধারণা করা হচ্ছে, ব্লকটির এই উদ্যোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি বড় ধরনের ধাক্কা দেবে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদনকারী থেকে প্রার্থী হতে সাধারণত কয়েক বছর সময় লাগে। কিন্তু ইউনিয়ন নাটকীয়ভাবে প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করেছে। বিনা প্ররোচনায় রাশিয়ান হামলার বর্বরতার উপর ক্ষোভ এবং ইউক্রেনের যোদ্ধাদের সাথে সংহতি দেখানোর জন্য প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্ট মলদোভাকেও ইউনিয়নের সদস্য প্রার্থীর মর্যাদা দিয়েছে। এছাড়া জর্জিয়াকেও একই মর্যাদা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে পার্লামেন্ট বলেছে,‘ইউক্রেনীয়, মলদোভান ও জর্জীয়রা মুক্ত, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ দেশে বসবাসের দাবিদার, যারা ইউরোপীয় পরিবারের গর্বিত এবং প্রতিশ্রুতিবদ্ধ সদস্য।’