আন্তর্জাতিক

এবার বেলারুশ থেকে ইউক্রেনের ওপর হামলা

এবার প্রতিবেশী বেলারুশ থেকে বোমা হামলা শুরু হয়েছে ইউক্রেনে। শনিবার থেকে এই হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, উত্তরের চেরেঙ্গিভ অঞ্চলের ডেসনা গ্রামে ২০টি রকেট হামলা হয়েছে। এতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। মস্কোর অনুগত হিসেবে পরিচিত বেলারুশ সরকার যুদ্ধের পর থেকে রাশিয়াকে সরঞ্জাম সহযোগিতা দিয়ে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি দেশটি।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলেছে, ‘আজকের হামলা সরাসরি ইউক্রেনের যুদ্ধে বেলারুশকে সহযোদ্ধা হিসেবে টেনে আনার ক্রেমলিনের প্রচেষ্টার সাথে সংশ্লিষ্ট।’

শনিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট ও ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা। এর আগেই এই হামলার ঘটনা ঘটলো।