আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজি ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজী হয়েছে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ তথ্য জানিয়েছেন।

এর আগে তেহরানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক হয় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর।

পরে যৌথ সংবাদ সম্মেলনে বোরেল জানিয়েছেন, তাদের মধ্যে দীর্ঘ ও ইতিবাচক আলোচনা হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা শুরুর ব্যাপারে তারা সম্মত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক রক্ষা ও জোরদারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরমাণু সমঝোতা শুধু ইরানই নয়, বরং গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘ইরানের অর্থনৈতিক সুবিধার ওপর (নেতিবাচক) প্রভাব ফেলতে পারে এমন যে কোনো বিষয়য়ে তেহরান এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকার সম্মত হবে না। আমরা আশা করি, বিশেষ করে, আমেরিকান পক্ষ এই সময় বাস্তবসম্মতভাবে এবং মোটামুটিভাবে একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্বশীলভাবে কাজ করবে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরান ও ছয় জাতির সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।