আন্তর্জাতিক

জর্ডানে বিষাক্ত গ্যাসে ১২ জনের মৃত্যু

জর্ডানের একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ২৫০ জন।

মঙ্গলবার (২৮ জুন) বিবিসি’র এক খবরে বলা হয়েছে, জর্ডানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির জননিরাপত্তা বিভাগ জানায়, ট্যাংকারে করে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিয়ে যাওয়া হচ্ছিলো। এ সময় তা ক্রেন থেকে জাহাজের ডেকে আছড়ে পড়ে লিকেজ হয়। এরপর হলুদ রঙের এই গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ১২ জনের মৃত্যু হয় এবং ২৫০ জন অসুস্থ হন। অসুস্থদের মধ্যে ১৯৯ জন হাসপাতালে ভর্তি আছেন।  

দুর্ঘটনার পর ওই অঞ্চলে লোকজনের চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। 

আকাবার বন্দরের ডেপুটি ডিরেক্টর জানান, ওই ট্যাংকারে ২৫ থেকে ৩০ টন ক্লোরিন ছিলো। যা জিবুতিতে রপ্তানি করার প্রস্তুতি চলছিলো।