আন্তর্জাতিক

মাঙ্কিপক্সের চিকিৎসায় গুটিবসন্তের টিকার ব্যবহার নিয়ে পর্যালোচনা

মাঙ্কিপক্সের চিকিৎসার জন্য গুটিবসন্তের টিকার ব্যবহার আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) ২০১৩  সালে গুটিবসন্তের জন্য ইমভেনেক্স টিকার অনুমোদন দিয়েছিল। কিন্তু মাঙ্কিপক্সের বিরুদ্ধে ব্যবহারের জন্য ওই সময় এর উৎপাদনকারী ডেনিশ প্রতিষ্ঠান বাভারিয়ান নরডিক আবেদন করেনি।

মাঙ্কিপক্স গুটিবসন্তের সাথে সম্পর্কিত। ১৯৮০ সালে নির্মূল হওয়ার আগে প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ গুটিবসন্তে মারা গেছে।

ইএমএ জানিয়েছে, মানকিপক্স থেকে মানুষকে রক্ষার জন্য ‘গুটিবসন্তের টিকা ইমভেনেক্সের ব্যবহার বাড়ানোর জন্য তথ্য পর্যালোচনা শুরু হয়েছে।’ তবে কখন এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তা জানা যায়নি। কারণ তারা ব্যাভারিয়ান নর্ডিক থেকে একটি আনুষ্ঠানিক আবেদনের জন্য অপেক্ষা করছেন।

ইএমএ আরও জানিয়েছে, সরবরাহের ঘাটতির কারণে ইউরোপীয় দেশগুলোর ইমভেনেক্সের আমেরিকান সংস্করণ আমদানি করা উচিত। ইমভেনেক্সের মার্কিন সংস্করণের নাম জিনিওস। মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে মাঙ্কিপক্সের বিরুদ্ধে ব্যবহারের জন্য জিনিওসকে অনুমতি দিয়েছে।