আন্তর্জাতিক

লিসিচানস্ক থেকে পিছু হটল ইউক্রেন

ইউক্রেনের সামরিক কমান্ড জানিয়েছে, তাদের সেনারা রুশ বাহিনীর সাথে কয়েক সপ্তাহের ভয়াবহ লড়াইয়ের পর কৌশলগত পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্ক থেকে পিছু হটেছে। রোববার (৩ জুলাই) খবর আল-জাজিরার এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউক্রেন জানায়, শহরের প্রতিরক্ষা অব্যাহত রাখলে তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, দেশটির প্রেসিডেন্ট জেলেনেস্কি লুহানস্ক প্রদেশে ইউক্রেনের শক্ত ঘাঁটি রুশ সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে এমন দাবী অস্বীকার করছিলেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে লিসিচানস্ক দখলের মধ্য দিয়ে পুরো লুহানস্ক অঞ্চল স্বাধীন হয়েছে।