আন্তর্জাতিক

লকডাউনে চীনের শিয়ান শহর

করোনার সংক্রমণের কারণে চীনের শিয়ান শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। নগরীর ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও রেস্তোঁরা এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

করোনার সংক্রমণ ঠেকাতে চীন জিরো টলারেন্সে নীতি অবলম্বন করে আসছে। এই পদ্ধতিতে আংশিক লকডাউন, কোয়ারেন্টাইন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর শিয়ানে গত বছরের শেষের দিকে এক মাস লকডাউন ছিল। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত নতুন ক্লাস্টারে শনিবার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শহরের কর্মকর্তা ঝাং জুয়েডং এক সংবাদ সম্মেলনে বলেছেন, শিয়ানে ‘সাত দিনের সাময়িক বিধি-নিষেধ বলবৎ থাকবে যা সমাজকে যতটা সম্ভব শান্ত হতে দেবে, গতিশীলতা হ্রাস করবে ... এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস করবে।’

তিনি বলেছেন, ‘আমাদের অবশ্যই সময় ও ভাইরাস সঙ্গে পাল্লা দিতে হবে... সমস্ত সম্ভাব্য ঝুঁকি এবং লুকানো বিপদ থেকে রক্ষা করতে এবং সম্প্রদায়ের মধ্যে ব্যাপক বিস্তার প্রতিরোধ করতে হবে।’ বুধবার মধ্যরাত থেকে পাব, ইন্টারনেট ক্যাফে এবং কারাওকে বারসহ সর্বজনীন বিনোদনের স্থানগুলো বন্ধ থাকবে বলেও জানিয়েছেন ঝাং।