আন্তর্জাতিক

পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের নিকটাবর্তী শহর সোয়েতোতে বন্দুকধারীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন।

রোববার (১০ জুলাই) দেশটির পুলিশ বাহিনীর কর্মকর্তারা একথা জানান।

পুলিশের লেফটেন্যান্ট ইলিয়াস মাওলা জানান, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই ততক্ষণে ১২ জন মারা গেছে।  পরে ১১ জনকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান।  ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। 

পুলিশ জানায়, শনিবার রাতে একদল লোক ট্যাক্সিতে করে বারে আসে। এ সময় তারা পানশালায় গুলি চালাতে শুরু করে।  পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

তারা আরো জানায়, ঘটনাস্থলে পাওয়া গুলির কার্তুজের সংখ্যা নির্দেশ করে যে একদল লোক হামলা পেছনে জড়িত। যারা পানশালার পৃষ্ঠপোষকদের ওপর গুলি করেছিল।

এর আগে পূর্ব লন্ডন শহরের একটি পানশালা থেকে ২১ কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করা হয়।  তবে কি কারণে ওইসব কিশোর কিশোরী মারা গেছিল সে বিষয়ে এখনো দেশটির কর্তৃপক্ষ কিছুই জানায়নি।

সূত্র: এনডিটিভি, এবিসি