আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিমান পাঠাতে চায় ইউক্রেনে

মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান ইউক্রেনে পাঠাতে পারে কিনা তা খতিয়ে দেখছে ওয়াশিংটন। হোয়াইট হাউজের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। তবে এখনও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিমানগুলো সরবরাহ করার সম্ভাব্যতা সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে বাইডেন প্রশাসন। এই পদক্ষেপটি অবিলম্বে নেওয়া হবে এমন কিছু নয়।

তিনি বলেন, ‘এটি এমন কিছু নয় যা দ্রুত কার্যকর করা হবে।’

এই ধরনের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থন বাড়াবে। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৮২০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা দিয়েছে।

কিরবি ইউক্রেনের জন্য সর্বশেষ মার্কিন অস্ত্র প্যাকেজের বিবরণও প্রকাশ করেছেন। ওই প্যাকেজে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষায় সহায়তার জন্য মোট ২৭ কোটি ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ড্রোনের জন্য ১০ কোটি ডলার রয়েছে।