আন্তর্জাতিক

২৪ ঘণ্টার ব্যবধানে স্পেনে মাঙ্কিপক্সে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টার ব্যবধানে স্পেনে মাঙ্কিপক্সে দুজনের মৃত্যুর জানানো হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে মন্ত্রণালয় বলেছে, ‘তিন হাজার ৭৫০ জন রোগীর মধ্যে ১২০ জন হাসপাতালে ভর্তি রয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে।’ দ্বিতীয় মৃত্যুটি কখন ঘটেছে তা জানানো হয়নি।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, মারা যাওয়া দুজন বয়সে তরুণ ছিল।

স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত স্পেনের চার হাজার ২৯৮ জন নাগরিক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। মাঙ্কিপক্সে আক্রান্ত শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বিশ্বের ৭৮টি দেশের ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা দেওয়া হয়েছে।