আন্তর্জাতিক

চীনে আটকা পড়েছে ৮০ হাজারের বেশি পর্যটক

করোনার সংক্রমণ বাড়ায় কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ‘চীনের হাওয়াই’ নামে পরিচিত অবকাশযাপন শহরটিতে ৮০ হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছে।

পর্যটনের হটস্পট দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানের সানিয়া শহরে রোববার ৪৮৩ জনের করোনায় সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। রোববার শহরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব পর্যটক শহর ছাড়তে  চান তাদেরকে সাত দিনে পাঁচটি পিসিআর টেস্ট করতে হবে। এই টেস্টের রিপোর্ট অবশ্যই নেগেটিভ হতে হবে। বিধিনিষেধ শিথিল করার আগ পর্যন্ত হোটেল ভাড়া ৫০ শতাংশ কমানোর জন্য হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

চীনই একমাত্র প্রধান অর্থনীতির দেশ যেটি এখনও শূন্য কোভিড নীতিকে ধরে রেখেছে। এর জন্য তারা আঞ্চলিক লকডাউন ও দীর্ঘ কোয়ারেন্টাইনের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সানিয়া শহরে গত সপ্তাহে করোনার প্রাদুর্ভাবের পর স্পা, কারোকি বার ও পাবসহ সব বিনোদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। তবে সুপারমার্কেট ও ফার্মেসিগুলো খোলা রাখা হয়েছে।