আন্তর্জাতিক

ঘড়ির দাম ১১ লাখ ডলার

জার্মানির সাবেক একনায়ক অ্যাডলফ হিটলারের একটি ঘড়ি ১১ লাখ ডলারে নিলামে বিক্রি হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে এই নিলাম হয়েছে।

ঘড়িটিতে নাৎসি পার্টির স্বস্তিকা চিহ্ন এবং হিটলারের নামের ইংরেজি আদ্যক্ষর ‘এ এইচ’ বড় অক্ষরে খোদাই করা আছে।

মেরিল্যান্ডের আলেকজান্ডার হিস্টোরিকাল অকশন আয়োজিত নিলামে অজ্ঞাতনামা এক ক্রেতা ঘড়িটি কিনে নিয়েছেন।

ঘড়িটি নিলামে তোলার খবরে ইহুদি নেতারা এর নিন্দা জানিয়েছিলেন। তাদের দাবি, এই ঘড়িটির কোনো ঐতিহাসিক মূল্য নেই।

আলেকজান্ডার হিস্টোরিকাল অকশন জানিয়েছে, ১৯৪৫ সালের ৪ মে মাসে হিটলারের অবকাশযাপন কেন্দ্র ব্যাকহফে হানা দেওয়ার সময় ফ্রান্সের এক সেনা ঘড়িটি পায়। ঘড়িটি সম্ভবত ১৯৩৩ সালে হিটলারের জন্মদিনে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ওই সময় তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।

১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির নেতৃত্বে ছিলেন ছিলেন। ধারণা করা হয়, ১৯৪৫ সালের এপ্রিলে তিনি আত্মহত্যা করেছেন।