আন্তর্জাতিক

‘পাকিস্তান তাদের আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিচ্ছে’

আফগানিস্তানের ভেতরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে বলে অভিযোগ করেছে তালেবান। রোববার আফগান প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদ এই অভিযোগ করেছেন।

গত মাসের শেষ দিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পর এই প্রথম মার্কিন হামলা নিয়ে মুখ খুললো তালেবান।

মুজাহিদ অভিযোগ করেছেন, আল-কায়েদা নিহত হওয়ার পর এখনও কাবুলের আকাশে মার্কিন ড্রোন উড়তে দেখা গেছে। 

তিনি বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, তারা (যুক্তরাষ্ট্র) পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করছে, পাকিস্তানের আকাশ ব্যবহার করছে। আমরা দাবি করছি, পাকিস্তান যেন আমাদের বিরুদ্ধে তাদেরক আকাশসীমা ব্যবহার করতে না দেয়।’

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে এর আগে পাকিস্তান দাবি করেছে, তারা তাদের আকাশসীমা কাউকে ব্যবহার করতে দিচ্ছে না।

মুজাহিদ বলেন, আফগানিস্তানে এ ধরনের ড্রোন পাঠানো ‘স্পষ্টভাবে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন। তারা নির্লজ্জভাবে এটি করছে।’