আন্তর্জাতিক

জাপানে আঘাত হানলো সুপার টাইফুন ‘নানমাডল’

টাইফুন ‘নানমাডল’ দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হেনেছে।  দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড়টি কাগোশিমা শহরের কাছে আঘাত হানে।

নানমাডোলে প্রতি ঘণ্টায় ২৩৪ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছিল এবং ইতোমধ্যেই দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের কিছু অংশে ২৪ ঘণ্টারও কম সময়ে ৫০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

কমপক্ষে ২০ হাজার মানুষ কিউশুর কাগোশিমা এবং মিয়াজাকি জেলার আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছেন।  জাতীয় প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ঝড় থেকে বাঁচতে ৭০ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে।

আবহাওয়া সংস্থা (জেএমএ) ঝড়টিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেছে। এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সংস্থাগুলো জানিয়েছে, অঞ্চলজুড়ে প্রায় ২ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিলো।

ঝড় শেষ না হওয়া পর্যন্ত ট্রেন, বিমান ও ফেরি চালানো বাতিল করা হয়েছিল এবং এমনকি ২৪ ঘণ্টা খোলা থাকে এমন কিছু দোকান তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। দোকানগুলোকে দুর্যোগের সময় জীবনরক্ষাকারি হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: জাপান টাইমস, ভয়েস অফ আমেরিকা