আন্তর্জাতিক

দখল করা অঞ্চল রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউক্রেন থেকে রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চলগুলিকে রক্ষা করতে কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ মস্কোর অস্ত্রাগারের যে কোনও অস্ত্র ব্যবহার করা হতে পারে।  বৃহস্পতিবার তিনি পশ্চিমাদের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়েছেন।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেছেন, রুশ-অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের বিশাল অংশে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের পর ওই অঞ্চলগুলোর আর ইউক্রেনের কাছে ফিরে যাওয়ার সুযোগ থাকবে না।

তিনি বলেছেন, ‘দোনবাস (দোনেতস্ক ও লুহানস্ক) প্রজাতন্ত্র এবং অন্যান্য অঞ্চলগুলো রাশিয়ায় গৃহীত হবে।"

মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব অঞ্চলের সুরক্ষা রাশিয়ার সশস্ত্র বাহিনী দেবে এবং এগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হবে।

তিনি বলেছেন,‘...শুধুমাত্র সংগঠিত করার ক্ষমতাই নয়, কৌশলগত পারমাণবিক অস্ত্র এবং নতুন নীতির উপর ভিত্তি করে পারমাণবিক অস্ত্রসহ যেকোনো রাশিয়ান অস্ত্রও এই ধরনের সুরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে।’