আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জুনের পর দেশটির এটি প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পূর্বপরিকল্পিত সফরের আগে এই পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

সিউল এই পরীক্ষার নিন্দা জানিয়েছে বলেছে এটি ‘গুরুতর উস্কানিমূলক কাজ।’

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা পিয়ংইয়ং থেকে ১০০ কিলোমিটার উত্তরে তাইচনের কাছে স্থানীয় সময় সকাল ৭টার ঠিক আগে একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৬০০ কিলোমিটার উড়েছিল।

এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি অবস্থা বজায় রেখেছে এবং নজরদারি ও সতর্কতা জোরদার করার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা অব্যাহত আছে।’

জাপানের উপকূলরক্ষীরা উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।

টোকিওর প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল। উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এসে জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে।