আন্তর্জাতিক

পূর্ব ইউক্রেনীয় শহর থেকে রুশ সেনা প্রত্যাহার

পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর লাইম্যান থেকে সেনাদের প্রত্যাহার করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা দপ্তর এ ঘোষণা দিয়েছে।

সামরিক বাহিনীর বরাত দিয়ে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা বলেছে, ‘ঘেরাও করার হুমকির কারণে বাহিনীকে ক্রাসনি লাইম্যান থেকে আরও ভালো অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

লাইম্যান শহরটিকে রাশিয়ার দখল করা দোনেতস্ক অঞ্চলের উত্তরে রসদ ও পরিবহন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছিল। ইউক্রেনের সেনারা গত সপ্তাহে শহরটিকে ঘিরে ফেলে। এখানে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুশ সেনা ছিল। কিন্তু কিছু সেনা হতাহতের শিকার হওয়ায় এবং কিছু সেনা ঘেরাও থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করায় এই সংখ্যা কমে যায়।

এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চলের প্রধান শহর লাইম্যানে ‘প্রবেশ’ করছে।

ন্ত্রণালয় টুইটারে বলেছে, ‘ইউক্রেনীয় বিমান বাহিনী লাইম্যান, দোনেতস্ক অঞ্চলে প্রবেশ করছে।’