আন্তর্জাতিক

ইরানে ২ সপ্তাহে বিক্ষোভে নিহত ৯২

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে অন্তত ৯২ জন নিহত হয়েছে। রোববার নরওয়েভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে।

গত মাসের মাঝামাঝি সময়ে ইরানের কুর্দিস্তান থেকে রাজধানী তেহরানে যাওয়া ২২ বছর বয়সী নারী মাশা আমিনিকে হিজাব আইন লংঘনের দায়ে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে মাশার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এই অপরাধের তদন্ত করা এবং ইসলামিক প্রজাতন্ত্র সংঘটিত আরও অপরাধ প্রতিরোধ করা।’

আইএইচআর জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে গত সপ্তাহে শুরু হওয়া সংঘর্ষে ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৪১ জন নিহত হয়েছে। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী চাবাহারে একজন পুলিশ কর্মকর্তা ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে এমন অভিযোগ উঠলে সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তবে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সন্ত্রাসী হামলায়’ জাহেদানে ইরানের বিপ্লবী বাহিনী রেভুলুশনারি গার্ডের পাঁচ সদস্য নিহত হয়েছে।