আন্তর্জাতিক

২ লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রিজার্ভ বাহিনী তলবের পর দুই লাখেরও বেশি মানুষকে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠানে শোইগু বলেছেন, ‘আজকে পর্যন্ত দুই লাখেরও বেশি লোক সেনাবাহিনীতে যোগ দিয়েছে।’

গত মাসে ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা জোরদার করলে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী। গত প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে হামলা জোরদার করতে গত ২১ সেপ্টেম্বর রিজার্ভ বাহিনী তলব করেন পুতিন। ধারণা করা হয়, তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রায় তিন লাখ সাধারণ রুশ সেনাবাহিনীতে যোগ দেবে।

শোইগু জানিয়েছেন, যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে ছয়টি প্রশিক্ষণ কেন্দ্র ও ৮০টি স্থানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদেরকে দ্রুত যুদ্ধের উপযোগী করে তুলতে কাজ করছে সেনা ও নৌবাহিনী। কেবলমাত্র প্রশিক্ষণ শেষ হওয়ার পরই তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।