আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা নাবলুস শহরে প্রবেশ করে। এসময় তাদের প্রতিরোধের চেষ্টা করে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে এক জন নিরস্ত্র ছিল। পরে মন্ত্রণালয় আরও ফিলিস্তিনি নিহতের খবর জানায়। রামাল্লাহ শহরের কাছে নাবি সালেহ গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মোকাবিলা করার সময় গুলিতে সে নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কেবল নাবালুসে অভিযান চালিয়েছে। তবে কী কারণে এই অভিযান চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা ব্যাখা দেওয়া হয়নি।