আন্তর্জাতিক

হত্যা পরিকল্পনার পেছনে সরকার জড়িত: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান অভিযোগ করেছেন, ‘সরকার ও এর পরিচালনাকারীরা’ তাকে হত্যার পরিকল্পনা করেছিল। যেভাবে পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যা করা হয়েছিল সেভাবে তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

বন্দুক হামলার এক দিন পর শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ অভিযোগ করেছেন ইমরান।

ক্ষমতাসীন দল পিএমএল-এন এই পরিকল্পনার পেছনে কাজ করেছে দাবি করে ইমরান বলেছেন, ‘প্রথমে তারা আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনলো...তারা গোপন বার্তা তৈরি করে সেগুলো প্রকাশ করলো এবং পিএমএল-এন এটি ছড়িয়ে দিলো।’

তিনি বলেন, ‘এই ডিজিটাল যুগে এগুলো বের করা অনেক সহজ। প্রথমে প্রচার করা হলো আমি ধর্মকে অসম্মান করেছি এবং তারা ওয়াজিরাবাদে যা ঘটিয়েছে তার পরিকল্পনা করলো যে...ইমরান খান ধর্মীয় চরমপন্থির হাতে খুন হয়েছে।’

পিটিআইয়ের নেতা অভিযোগ করেন, হামলার পরপর তার দলের পক্ষ থেকে থানায় এফআইআর করার জন্য যাওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকেই এটি নিতে অস্বীকার করছিল। তাদের ভয়ের কারণ ছিল ‘অনেক প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে।’