আন্তর্জাতিক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

সাগরে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার দক্ষিণ কোরিয়া এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এগুলোর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও ছিল। তবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৩১ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এগুলো প্রায় ১৩০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। ভূমি থেকে এগুলোর যাত্রাপথের উচ্চতা ছিল ২০ কিলোমিটার।

এদিকে, শনিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি বি-ওয়ানবি কৌশলগত বোমারু বিমান, চারটি এফ-১৬ এবং চারটি এফ-৩৫এ যুদ্ধবিমান অংশ নিয়েছে। উত্তর কোরিয়া এই মহড়াকে প্ররোচনামূলক বলে অভিযোগ করে আসছে।