আন্তর্জাতিক

চীনে কারখানায় আগুনে ৩৮ জনের মৃত্যু

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ২ জন। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডয়চে ভেলে জানায়, সোমবার বিকেল ৪টা ২২ মিনিটের দিকে আয়াং শহরের হেনান প্রদেশে একটি কারখানায় আগুন লাগে।  আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। 

স্থানীয় কর্তৃপক্ষে জানিয়েছে, এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, তা নিশ্চিত নয়। 

২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়।