আন্তর্জাতিক

ইতালিতে ভূমিধসে নিখোঁজ ১২

ইতালিতে ভারী বর্ষণের পর ভূমিধসে একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১২ জন। 

শনিবার (২৬ নভেম্বর) ইসচিয়া দ্বীপ সংলগ্ন উপকূলীয় এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। 

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ছয় ঘণ্টার ব্যবধানে ১৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়। এতে বহু গাছপালা, ঘরবাড়ি ও গাড়ি ভেসে গেছে। মাটির নিচে চাপা পড়া অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নিখোঁজ ব্যক্তিদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা লিসা মোকিয়ারো জানান, ভোর ৩টার দিকে তারা বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পান। এরপর প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। ঘণ্টা দুয়েক পর ভোর ৫টার দিকে দ্বিতীয় দফায় ভূমিধসের ঘটনা ঘটে।

ভূমিধসের ঘটনার মোট মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি তাৎক্ষণিক আট জনের মৃত্যুর খবর জানান। তবে পরে তিনি বলেন, কারও মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু ১০ থেকে ১২ জন নিখোঁজ রয়েছেন।