আন্তর্জাতিক

বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করে আইন পাস ইন্দোনেশিয়ায়

বিবাহ বর্হিভূত যৌন সম্পর্কে নিষিদ্ধ করে ফৌজদারি আইন পাস করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার আইনটি পাস হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তবে নতুন আইনটি আরও তিন বছরের জন্য কার্যকর হবে না। এটি আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে আশা করা হচ্ছে।

নতুন আইনটি ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিতে যাওয়া বিদেশি পর্যটকদের বেলায়ও প্রযোজ্য হবে। আইনটিতে অবিবাহিত যৌন মিলনের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া তাদের একসাথে বসবাস করা নিষিদ্ধ করা হয়ে। অবিবাহিত নর-নারী একসঙ্গে বসবাস করলে ছয় মাস পর্যন্ত জেল হতে পারে। 

ভোটের আগে পার্লামেন্টে আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী ইয়াসোনা লাওলি বলেছেন, ‘আমরা বিতর্কিত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন মতামত সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। যাইহোক, আমাদের দণ্ডবিধি সংশোধনের বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার এবং আমাদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ঔপনিবেশিক ফৌজদারি বিধি ত্যাগ করার সময় এসেছে।’