আন্তর্জাতিক

এক দিনেই ১৪ লাখ কপি বিক্রি

বাজারের আসার প্রথম দিনেই রেকর্ড ভেঙেছে ব্রিটেনের রাজা চার্লসের কনিষ্ঠ সন্তান প্রিন্স হ্যারির লেখা স্মৃতিচারণমূলক বই ‘স্পেয়ার’। বইটির ১৪ লাখ কপি বিক্রি হয়েছে বলে বুধবার জানিয়েছে প্রকাশনী সংস্থা।

বইটির প্রকাশক পেঙ্গুইন র‌্যান্ডম হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় বইটির ১৪ লাখ কপি বিক্রি হয়েছে। এর মধ্যে কাগজ ছাড়াও অডিও এবং ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত সংস্করণ এর মধ্যে অন্তর্ভূক্ত।

এক বিবৃতিতে প্রকাশনী সংস্থাটি বলেছে, ‘স্পেয়ার বাজারে আসার প্রথম দিনটি বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক প্রকাশক পেঙ্গুইন র‍্যান্ডম হাউস প্রকাশিত যেকোনো নন-ফিকশন বইয়ের সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড।’

মঙ্গলবার হ্যারির ৪১০ পৃষ্ঠার স্মৃতিকথা আনুষ্ঠানিকভাবে বিক্রি হয়। উচ্চ চাহিদার পরিপ্রেক্ষিতে মধ্যরাতে লন্ডনের কিছু দোকান খোলা রাখা হয়। স্প্যানিশ সংস্করণগুলো কয়েক দিন আগে প্রকাশিত হয়েছিল।  

র‌্যান্ডম হাউস জানিয়েছে,  হ্যারির স্মৃতিকথার প্রথম মার্কিন মুদ্রণ ছিল ২০ লাখ কপি এবং এখন বইটির ‘অতিরিক্ত কপির চাহিদা মেটাতে পুনরায় ছাপা শুরু হয়েছে।’ হ্যারির এই বইটি বিশ্বের ১৬টি ভাষায় অনুদিত হয়েছে।