আন্তর্জাতিক

২০২২ সালে রেকর্ড মুনাফা ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলের

গত বছর রেকর্ড ৪০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা হয়েছে ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম যখন চড়া তখনই এমন মুনাফার কথা জানাল কোম্পানিটি।

২০২২ সালে শেলের লাভ হয়েছে ৩৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার, যা কোম্পানির ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি। একই সঙ্গে এ বছরের মুনাফা ২০০৮ সালের সর্বোচ্চ ৩১ বিলিয়ন ডলারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায়। এতে শেলের মতো জ্বালানি কোম্পানিগুলোর মুনাফাও বাড়ে।

শেলের নতুন সিইও ওয়ায়েল সাওয়ান এক বিবৃতিতে জানান, এ মুনাফার মাধ্যমে অস্থির বিশ্ববাজারে গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে তাদের যে সক্ষমতা তা নির্দেশ করে।

সূত্র: আল জাজিরা