আন্তর্জাতিক

ভূমিকম্পের সময় স্থানীয়রা ঘুমিয়ে ছিলেন

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ৮। ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলের কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তবর্তী দেশ সিরিয়াতেও। এরই মধ্যে দুই দেশে শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পড়ুন: তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

তুরস্কের কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন তুরস্ক ও সিরিয়ায় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন। ফলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা উভয় দেশের কর্মকর্তাদের।

গাজিয়ানতেপ এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ছবি: বিবিসি

কর্মকর্তারা বলছেন, অন্তত এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিলো এটি।

পড়ুন: তুরস্কে ভূমিকম্প, সবার প্রচেষ্টায় দুর্যোগ কাঠিয়ে উঠবো: এরদোয়ান

এদিকে ভূমিকম্প আঘাতের পর উদ্ধারকাজে নেমেছে জরুরি বিভাগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিলো ২৪ দশমিক ১ কিলোমিটার।

সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স