আন্তর্জাতিক

চীনে কয়লা খনি ধসে ৫৭ জন নিখোঁজ

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে কমপক্ষে ৫৭ জন নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ঘটনাটি ওই অঞ্চলের পশ্চিম অংশের আলক্সা লিগে ঘটেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, খনি থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, জিনজিং কোল মাইনিং কোম্পানি পরিচালিত খনির ‘বিস্তৃত এলাকা’য় ধসের ঘটনা ঘটেছে। এতে অনেক কর্মী ও যানবহন মাটির নিচে চাপা পড়েছে।

চীনের খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মূলত নিরাপত্তা ব্যবস্থা শিথিলের কারণে হতাহতের ঘটনা বেশি ঘটে।