আন্তর্জাতিক

সিরিয়াকে পুনরায় সদস্যপদ দিতে যাচ্ছে আরব লীগ

সিরিয়াকে পুনরায় গ্রহণ করতে যাচ্ছে আরব লীগ। রোববার সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। সংস্থার এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আরব লীগের মহাসচিবের মুখপাত্র গামাল রোশদি বলেছেন, কায়রোতে আরব লীগের সদর দপ্তরে আরব পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

২০১১ সালের দেশে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। অনেক আরব রাষ্ট্র তাদের দূতদের দামেস্ক থেকে প্রত্যাহার করে নেয়।

সম্প্রতি সৌদি আরব ও মিশরসহ বেশ কয়েকটি আরব রাষ্ট্র সিরিয়ার সাথে বৈঠক করেছে। তবে কাতারসহ কয়েকটি দেশ সিরিয়ার সংঘাতের রাজনৈতিক সমাধান ছাড়া সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিককরণের বিরোধিতা করছে। সম্পর্ক স্বাভাবিক করার গতি নিয়ে আলোচনার জন্য রিয়াদে ১৯ মে আরব লীগের শীর্ষ সম্মেলনে আসাদকে আমন্ত্রণ জানানো হবে কিনা এবং কোন শর্তে সিরিয়াকে ফেরত নেওয়া যেতে পারে সে বিষয়ে আরব রাষ্ট্রগুলো ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে।