আন্তর্জাতিক

বাখমুত রাশিয়ার দখলে যাওয়ার কথা স্বীকার করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়া বাখমুত শহর দখল করে নিয়েছে। রোববার সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করেছেন।

শনিবার রাশিয়ার ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার প্রাইভেট মিলিটারি জানায়, দীর্ঘদিন ধরে দখলের জন্য লড়াইয়ের পর বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ তারা নিয়ন্ত্রণ নিয়েছে। তবে ওই দিন ইউক্রেন বিষয়টি অস্বীকার করেছে।

রোববার জেলেনস্কির কাছে জানতে চাওয়া য় পূর্ব ইউক্রেনের শহরের ওপর ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে কিনা। জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি না।’

তিনি জানিয়েছেন, শহরটি ধ্বংস হয়ে গেছে।

বিশ্লেষকরা বলছেন,  মস্কোর কাছে বাখমুতের কৌশলগত মূল্য খুব কম। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বাখমুতের জন্য দীর্ঘ  লড়াই করেছে রাশিয়া। দীর্ঘতম যুদ্ধের পরে এটির দখল রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয়।