আন্তর্জাতিক

গোপন সামরিক তথ্য নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের একটি বৈঠকে স্বীকার করেছিলেন, তিনি রাষ্ট্রীয় ‘গোপন’ সামরিক তথ্য নিজের কাছে রেখেছেন। তবে ওই তথ্য তিনি প্রকাশ করেননি। মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পের সঙ্গে কৌঁসুলির একটি অডিও রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্টের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসাবে, আমি প্রকাশ করতে পারতাম, কিন্তু এখন পারছি না।’

তিনি আরও বলেছেন, ‘গোপন। এটি গোপন তথ্য। দেখুন, এটি দেখুন। এটি সামরিক বাহিনী করেছিল এবং আমাকে দেওয়া হয়েছিল।’

ওই বৈঠয়কে ট্রাম্প ইরানে হামলার বিষয়ে পেন্টাগনের একটি গোপন নথি নিয়ে আলোচনা করছেন। 

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ব্যবহারের মামলায় বৃহস্পতিবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে গোয়েন্দা আইনে সাতটি অভিযোগ গঠন করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সাবেক এই প্রেসিডেন্ট কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

অডিও রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট থেকে বোঝা যায়, ট্রাম্প যে কক্ষে বৈঠক করেছিলেন, সেখানে থাকা ব্যক্তিদের কাছে তিনি যে নথি নিয়ে আলোচনা করছেন সেটি দেখাচ্ছেন। বেশ কয়েকটি সূত্র সিএনএনকে বলেছে যে রেকর্ডিংয়ে কাগজ ছড়ানোর শব্দও রয়েছে, যেন ট্রাম্প নথিটি চারপাশে নাড়াচ্ছেন।

বৈঠকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলির বিরুদ্ধে অভিযোগ করছিলেন ট্রাম্প। মিলি জয়েন্ট চিফদের নির্দেশ দিয়েছিলেন যাতে ট্রাম্প কোনও বেআইনি আদেশ জারি করতে না পারেন।