আন্তর্জাতিক

ইমরান খান গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি অর্থদণ্ড দিয়েছেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। রায়ের পরপরই তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। এ প্রতিবেদন লেখার সময় ইমরান খানকে কোট লাখপাত কারাগারে নেওয়া হচ্ছিল। 

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রায়ের সময় ইমরান খান ও তার আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য দোষী সাব্যস্ত করে। তাকে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কোনো পদে থাকার অযোগ্য ঘোষণা করা হয়। তবে, ইমরান খান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

 

তথ্যসূত্র: ডন অনলাইন