আন্তর্জাতিক

ফুকুশিমার তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়লো জাপান

জাপান বৃহস্পতিবার ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়া শুরু করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

চীনের একজন কাস্টমস কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘চীনে রপ্তানি করা জাপানের খাদ্য ও কৃষি পণ্যের তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন’ বেইজিং।

দুই বছর আগে জাপান সরকার ফুকুশিমা দাইচি প্ল্যান্ট থেকে তেজস্ক্রিয় পানি ছাড়ার বিষয়টি অনুমোদন দেয়। গত মাসে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাও এর অনুমোদন দেয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটি ধ্বংস করার জন্য একটি ভয়ঙ্কর দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই তেজস্ক্রিয় পানি নির্গমন।

প্ল্যান্ট অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩ মিনিটে পানি নির্গমন শুরু হয়েছিল। নির্গমন শুরুর পর সমুদ্রের পানির পাম্প বা আশেপাশের কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা সনাক্ত হয়নি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘সমগ্র বিশ্ব (এবং) মানুষের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যন্ত্রণা স্থানান্তর করা হলো।’