চীনে ইসরায়েলি দূতাবাসের এক কর্মীর ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাজধানী বেইজিংয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী এক বিদেশি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আহত ওই দূতাবাস কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর হামলকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বেইজিংয়ের চাওঅং জেলার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে একটি সুপারমার্কেটের প্রবেশপথের বাইরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এক বিদেশি। হামলাকারী বেইজিংয়ে ছোট ব্যবসা করতেন। তার বয়স ৫৩ বছর।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের কম্পাউন্ডের ভেতর এ হামলা হয়নি। আহত কর্মী চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল।