আন্তর্জাতিক

স্পেনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ অব্যাহত

ডেস্ক রিপোর্ট : স্পেনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ফুঁসে উঠেছে।

রোববার আল-জাজিরা অনলাইনের খবরে জানানো হয়, রাজতন্ত্রের অবসান চেয়ে রাজপথে স্লোগান দিচ্ছেন স্পেনীয়রা। হাজার হাজার বিক্ষুব্ধ নাগরিক পথে নেমে এসেছেন।

বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল। বিশেষ করে, ডানপন্থি রাজনীতিকরা বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা রাজতন্ত্রের বিলুপ্তি চাইছেন। এর পরিবর্তে স্পেনকে ‘প্রজাতান্ত্রিক’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছেন তারা।

স্পেনের রাজা জুয়ান কার্লোস সম্প্রতি সিংহাসন ত্যাগের ঘোষণা দেন। অবশ্য তার জায়গায় তার ছেলে যুবরাজ ফেলিপি আসছেন বলে জানান রাজা জুয়ান।

এদিকে অর্থনীতিতে চরম মন্দা বিরাজ করা সত্ত্বেও রাজপরিবারের সদস্যদের বিলাসবহুল জীবনযাপন খেপিয়ে তুলেছে সাধারণ নাগরিকদের। তাদের দাবি, রাজা থাকা কিংবা না থাকায় তাদের কিছু আসে যায় না। তারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তিকেও নির্বাচিত করতে চান।

অন্যদিকে রাজপরিবারের পক্ষে অবস্থান নিয়ে ছোট ছোট র‌্যালি বের হতে দেখা যায়। তারা রাজার পক্ষে কথা বলছেন। কিন্তু রাজতন্ত্রবিরোধীরা চাইছেন গণভোট। গণভোটে রাজতন্ত্রের বিলুপ্তি চাওয়া হলে তা রাজপরিবারকে মেনে নিতে হবে বলে বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন।

রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৪/রাসেল পারভেজ/এএ